আজকের এই পোস্ট আমি আপনাদের দেখাবো,কীভাবে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন
✓তোহ প্রথমেই আমরা একটি ইউটিউব ভিডিও লিংক নিয়ে নেই।
✓তারপর আপনার প্রিয় ক্রোম/অপেরা বা যেকোনো ওয়েবসাইট ব্রাউজার ওপেন করুন এবং ইউ,আর,এল বক্সে সার্চ দিন www.yt1s.com অথবা আপনি Yt1s এই লেখাতে ক্লিক।
✓তারপর নিচের মত ইন্টারফেস চলে আসবে,ওয়েবসাইটে প্রবেশ করার পর।
✓তারপর কনভার্ট বক্সে আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান,তার লিংক এই বক্সে পেস্ট করুন।
✓লিংক পেস্ট করে কনভার্ট এ ক্লিক করার পর এ রকম ইন্টারফেস চলে আসবে।
✓তারপর দেখতে পারবেন,গেট লিংক এর পাশে একটি ছোট বক্স সেখানে ক্লিক করে আপনার পছন্দনীয় ভিডিও ফরমেট সিলেক্ট করুন।
✓যেমন আমি 480p সিলেক্ট করলাম এবং গেট লিংক এ ক্লিক করলাম।
✓তারপর দেখতে পারবেন ডাউনলোড অপশনটি চলে এসেছে।
✓এখন ডাউনলোড অপশন এ গিয়ে আপনি দেখতে পারবেন,খুব দ্রুত আপনার ভিডিও/অডিও ফাইলটি ডাউনলোড হচ্ছে।
ইউটিউব ভিডিও/অডিও ফাইল সহজেই লিংক কপি করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।এখানে অন্যান্য অ্যাপস/সাইট থেকে সহজেই ভিডিও/অডিও ডাউনলোড করতে পারবেন,কারন এখানে কোনো প্রকার অ্যাডস/যেকোনো ডাউনলোড সমস্যা এখানে আপনাদের হবে না,আর নেট স্পিড ভালো থাকলে ১সেকেন্ডেই আপনার ফাইল ডাউনলোড হয়ে যাবে।
0 Comments